
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে ব্যস্ত দিন কাটিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে পাইকপাড়া পুল থেকে শুরু হয়ে এলাকা জুড়ে চলে তাঁদের গণসংযোগ। আবাসিক এলাকা, পাইকপাড়া আদর্শ মহিলা স্কুল অ্যান্ড কলেজ–সংলগ্ন সড়ক, কাচারি গলি, নিতাইগঞ্জের ব্যবসায়িক এলাকা—সবখানেই ভোটারদের সঙ্গে কথা বলেন নেতারা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে সমর্থন আদায় এবং দলের ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্র মেরামত কাঠামো’ তুলে ধরার লক্ষ্যেই এই প্রচারণা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
গণসংযোগে অংশ নেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সরকার আলম, সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর) সজিবসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা।
শহরের সংকীর্ণ গলি, ব্যবসায়িক কেন্দ্র আর বাড়ির সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তাঁরা। প্রচারপত্রও বিলি করা হয়। স্থানীয় নেতারা বলেন, ‘ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়ছে, মানুষের প্রত্যাশাও আমাদের দিকে।’





























