
হজ্বযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ হজ্ব প্যাকেজ চালু করেছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার হেমায়েত হোসেন হিমেলের বরাতে এ তথ্য জানা গেছে।
হেমায়েত হোসেন হিমেল জানান, হজ্ব পালনের আগে হাজীদের শারীরিক অবস্থা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ভ্রমণ, ভিড় ও আবহাওয়ার পরিবর্তনের কারণে আগেভাগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হলে ঝুঁকি অনেকটাই কমে আসে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে এই বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে।
তিনি আরও জানান, হজ্ব প্যাকেজের আওতায় হজ্বযাত্রীদের জন্য সম্পূর্ণ রক্ত পরীক্ষা (সিবিসি), রক্তে শর্করার মাত্রা নির্ণয় (আরবিএস), রক্তে ক্রিয়েটিনিন পরীক্ষা, রক্তের গ্রুপ ও আরএইচ টাইপ নির্ধারণ, প্রস্রাব পরীক্ষা (আরএমই), হৃদযন্ত্রের বৈদ্যুতিক পরীক্ষা (ইসিজি) এবং বুকের এক্স-রে (পিএ ভিউ) করা হবে।
মেডিনোভা মেডিকেল সার্ভিসেসের নারায়ণগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার বলেন, এসব পরীক্ষা মাত্র ১ হাজার ৫০০ টাকার প্যাকেজ মূল্যে করা হচ্ছে, যাতে স্বল্প আয়ের হজ্বযাত্রীরাও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিতে পারেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ হজ্বযাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং নিরাপদ হজ্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।





























