
নারায়ণগঞ্জের সদর, বন্দর ও সোনারগাঁও উপজেলায় ইটভাটা, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানের ম্যানেজারকে অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও রাশেদ খানের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান চলে। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং আদায় করা হয় ২ হাজার ৫০০ টাকা জরিমানা। এ সময় পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
সোনারগাঁওয়ে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ও মোহাম্মদ তৌফিকুর রহমান। এ সময় মোগড়াপাড়ার দুটি প্রতিষ্ঠান থেকে ১৩৭ কেজি পলিথিন জব্দ করা হয়। আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা ধার্য হয়। এর মধ্যে মেসার্স বিসমিল্লাহ প্যাকেজিংকে ১৫ হাজার টাকা জরিমানা করা হলেও অর্থ পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি। সেখানে মেসার্স আল্লাহ দান ব্রিক ফিল্ডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানগুলোতে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ ও পরিদর্শক হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ইটভাটার দুষণ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।





























