
সঞ্জয় চৌধুরী, চট্টগ্রামে বিভিন্ন পর্যায়ের অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১০ টায় কারিতাস অফিস সম্মেলন কক্ষে খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও ইলমার সহযোগিতায় ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ের অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ সভা শুরু বিকালে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু । প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন নার্গীস চৌধুরী, সভাপতি,সংশপ্তক । নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ এর লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন মোঃ মজিবুর রহমান জেলা প্রকল্প কর্মকর্তা, খান ফাউন্ডেশন, সার্বীক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা বিলকিস সুলতানা ও মোঃ মাসুদ রানা । সভায় নারীর নেতৃত্ব, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আগামীতে নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা করা হয়। উপস্থিত সংগঠনের মধ্যে ছিল—জনকল্যান মহিলা উন্নয়ন সংস্থা, কিশোর কিশোরী ক্লাব,এস ডি এস,হেপা,সংসপ্তক এবং ওমেন চেম্বার অ্যান্ড কমার্স এর সদস্য, লেডিস ক্লাব, , অপরাজিতা নেটওয়ার্ক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেটওয়ার্ক এবং বিভিন্ন নারী নেটওয়ার্ক ও সংগঠনের প্রতিনিধিরা।





























