
পোরশা নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার বিকাল পাঁচটা ৩০ মিনিট গাঙ্গুরিয়া বাজার আলমের দোকানে নাস্তা করা অবস্থায় তাকে পোরসা থানা পুলিশ গ্রেফতার করে।
আনোয়ারুল ইসলাম উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মহাদেবপুর থানায় নাশকতার একটি মামলা রয়েছে। মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করা মহাদেবপুরের শান্তিপ্রিয় ছাত্র ও জনতার পথরোধ করত: আওয়ামী লীগের সাবেক এমপি ছলিমুদ্দিন তরফদার সেলিম এর সাথে থেকে মিছিলের উপরে অতর্কিত হামলা ঘর দোকান ঘর, বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল ভাঙচুর সহ ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হলে মহাদেবপুর থানায় বিভিন্ন ধারায় ৪ অক্টোবর ২০২৪ জি,আর৩১৪নং একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের নওগাঁয় আসামি হিসাবে প্রেরণ করা হয়েছে সূত্র জানায়।
পোরশায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্র ছায়ায় দোকান ঘর, হাটের জমি দখল, ইউনিয়ন ভূমি অফিসে, ভ্যানচালক সমিতি থেকে চাঁদা,টেন্ডারবাজি, খাস পুকুর দখল, সালিশের নামে বিভিন্ন রকমের জরিমানা, স্কুল কলেজ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অন্যায় অপরাধের সাথে জড়িত থাকার অনেক তথ্য পাওয়া যায়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় ভয়ে মুখ খুলতে পারেনি অনেকেই।
তার অত্যাচারে অনেকেই অতিষ্ঠ হারিয়েছে জমি, দোকান ঘর ও বাড়িঘর।





























