
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের জানুয়ারি ২০২৬- হইতে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ২ বছরের জন্য কমিটি অনুমোদিত হয়েছে।
"নিজেও সমাজ সেবামূলক কাজ করুন এবং অন্যকেও এ কাজে উৎসাহিত করুন এই প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠিত
উক্ত সংগঠনটির নবগঠিত কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী গোলাম রসুল।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আজিজুল হক বাবলু পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বকর সিদ্দিক মনোনীত হয়েছেন।
উক্ত সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নাইয়ারা গ্রামে ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে।




























