
মোঃ রহমত ইসলাম, নীলফামারী
নীলফামারীর-৪(সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জোবায়দুর রহমান হীরার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
গত ০২ জানুয়ারি ২০২৬ ইং মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি বিষয়টি চ্যালেঞ্জ করে ০৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে নির্বাচন কমিশনের কাছে আপিল দায়ের করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন। পরে ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে জোবায়দুর রহমান হীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসেন। জোবায়দুর রহমান হীরার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরে নীলফামারীর -৪ আসনের সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকায় সাধারণ মানুষের আনন্দ ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে তিনি বলেন, ন্যায় বিচারের বিজয়ের মাধ্যমে আমি আবার জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ পেলাম। নীলফামারী-৪ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে যাব।





























