
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: মোঃ মানিক মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলায় গভীর রাতে বসতঘরের সঙ্গে লাগানো খড়ের লাশে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে ভয়ভীতি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে আটপাড়া উপজেলার শাসনকান্দি গ্রামে। ভুক্তভোগীরা হলেন খোকন চন্দ্র বিশ্বাস (৬২) ও উজ্জ্বল কর (৪৬)। তারা জানান, গত ২ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ চিৎকার ও হৈচৈ শুনে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘরের সামনে ঘরের সঙ্গে লাগানো খড়ের লাশে দাউদাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও আশপাশের স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আটপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্প সময়ের জন্য আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা ছিল বলে জানান স্থানীয়রা। লিখিত অভিযোগে ক্ষতিগ্রস্তরা উল্লেখ করেন, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিত অগ্নিসংযোগ। তাদের ধারণা, অপূরণীয় ক্ষতি সাধন ও এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলের সামনে একটি মন্দির অবস্থিত। ওই মন্দিরের দরজায় বিভিন্ন সময় অশালীন ভাষা, প্রাণনাশের হুমকি ও উসকানিমূলক লেখালেখি দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বিপ্লব কর (৫৫), রঞ্জিত চন্দ্র কর (৪৮) ও শ্রীবাস চন্দ্র সরকার (৪৮)-সহ একাধিক স্থানীয় ব্যক্তি জানান, তারা নিজের চোখে খড়ের লাশে আগুন জ্বলতে দেখেছেন। এ বিষয়ে আটপাড়া থানার তদন্ত অফিসার প্রদীপ কুমার চক্রবর্তী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























