
মোঃ ইব্রাহিম হোসেন :
নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে । একটি দল ধর্মীয় কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু
এসময় তিনি আরো জানান, জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিবে ।
রবিবার দুপুরে সাভারের তারাপুর কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা জানান তিনি ।
এসময় সেখানে সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল সহ অন্যান্য নেতা কর্মীরা ।
এসময় বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্যে কাজ করার ঘোষণা দেন ।





























