
নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। গত বুধবার (২৪শে ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা'র অফিস থেকে উক্ত ফরম তুলে নেন।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, জেলার সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, নন্দীগ্রাম উপজেলা নায়েবে আমির আলহাজ্ব আনোয়ারুল হক, জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী এবং সাবেক উপজেলা নায়েবে আমির আব্দুল মালেক সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন, বুড়ইল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারী আমির হোসেন আজাদি, সদর ইউনিয়নের জামায়াতের আমির সুলতান এবং ভাটরা ইউনিয়ন জামায়াতের আমির একরামুর রেজা। উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদেরও সেখানে উপস্থিত ছিলেন।




































