
স্টাফ রিপোর্টার নেত্রকোনা :মোঃ মানিক মিয়া
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন নৈহাটি গরুর বাজারে অভিযান চালিয়ে ৬টি পিকআপসহ ভারতীয় ৩২টি গরু আটক করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় আলগীর নামের একজন চোরাচালানিকেও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশের একটি দল নৈহাটি গরুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ পথে ভারত থেকে আনা গরুগুলো বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩২টি ভারতীয় গরু বোঝাই ৬টি পিকআপ জব্দ করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবুরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “অবৈধভাবে ভারত থেকে গরু এনে বাজারে সরবরাহের অভিযোগে পিকআপ ও গরুসহ আলগীর নামে একজন চোরাচালানিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
পুলিশ আরও জানায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ গরু পাচার রোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





























