
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিঃ মো. এনামুল হকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল বহরের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৭টা থেকে পত্নীতলা উপজেলার ১১ ইউনিয়ন ও নজিপুর পৌরসভার জামায়াত সমর্থক নেতাকর্মীরা নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও নজিপুর পাবলিক মাঠে জড়ো হয়। পরে সমাবেশে সকাল ৯টায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতেরন প্রার্থী ইঞ্জিঃ মো. এনামুল হক, উপজেলা জামায়াতের নেতা ডা. সামসুল আলম, ডা. আবু ওবায়দা, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি মো. মারুফ আহম্মেদ, পত্নীতলা উপজেলার শাখার আমির মাওলানা মো আব্দুল মকিম, পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুনুর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হোসেন, ঘোষনগর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আখতার ফারুক প্রমুখ।
বক্তব্য শেষে সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয় নজিপুর হাইস্কুল মাঠ → ঠুকনিপাড়া → নজিপুর বাসস্ট্যান্ড → শিবপুরহাট → মধইল → আগ্রাদ্বিগুন → শিমুলতলী → আমাইতাড়া → ধামইরহাট বাজার → মঙ্গলবাড়ী → সাহাপুর → ফতেপুর → নজিপুরসহ দুই উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রার সামনে ছাদখোলা মাইক্রোতে দাড়িযে এক হাতে জাতীয় পতাকা বাতাসে পতপত করে উড়ছে আর অন্য হাত নেড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার এনামুল হক। আর মটরসাইকেলে থাকা নেতাকর্মী সমর্থকরা দাড়িপাল্লা প্রতীকের পতাকা ও জাতীয় পতাকা মটরসাইকেলে আটকিয়ে মাইক্রোর পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে আর বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন পুর্বে এত বড় মোটরসাইকেল শোডাউন নজিপুরে হয়নি।
সমাবেশে ইন্জিঃ এনামুল বলেন “এই আসনের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে।
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে নওগাঁ-২ আসন দেশের একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠা করা হবে।”





























