
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জেলা শাখার সভাপতি এইচ. এম. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. এম. ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ খাইরুল কবির। প্রধান অতিথি ইমরান হোসাইন নূর তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, ইসলামবোধ জাগ্রতকরণ এবং নৈতিক নেতৃত্ব তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরতে আগামী নির্বাচনে ইসলামপন্থী শক্তির বিজয় নিশ্চিত করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক ভূমিকা পালন করবে—ইনশাআল্লাহ। প্রধান বক্তা মুহাম্মদ খাইরুল কবির বলেন, ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল শক্তি হলো নৈতিকতা, ত্যাগ ও দায়িত্বশীল নেতৃত্ব। তিনি ইসলামী আদর্শ বাস্তবায়নে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া, সেক্রেটারি আনোয়ার পারভেজ খান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমাদ সরকার। এছাড়াও জেলা ও থানা পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সম্মেলনের শেষ পর্বে ২০২৬ সেশনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আতিকুর রহমান সভাপতি এবং আবু সাইদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনের শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





























