
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। আর বতর্মান বলিউডের মিষ্টি নায়িকা আলিয়া ভাট। সৌন্দর্যে কেউ কারও থেকে কম যান না। তাই তো মাঝে মাঝে অনুরাগীরা প্রশ্ন তোলে—কে বেশি সুন্দরী? এ প্রশ্ন আরেকবার উঠল প্যারিস ফ্যাশন উইকে।
বিশ্বের অন্যতম বড় ফ্যাশন প্রদর্শনীতে এবার প্রসাধনী পণ্য ল’রিয়ালের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া-আলিয়া। হেঁটেছেন রেড কার্পেটে। এ সময় তাদের সৌন্দর্য মাথা ঘুরিয়ে দেয় সবার। কমনীয়তার সঙ্গে দৃঢ় ব্যক্তিত্ব মিলিয়ে দ্যুতি ছড়িয়েছেন তারা।
লাল গাউনের সঙ্গে মিলিয়ে ঠোঁটে গাঢ় লিপস্টিক মেখেছিলেন ঐশ্বরিয়া। অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ফ্যাশন উইকে হাজির হন অভিনেত্রী। দর্শকের উদ্দেশে উড়ন্ত চুমু দেওয়ার সময় ‘বিয়ের আংটি’ দেখা যায়। এর মাধ্যমে চলমান গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি।
অন্যদিকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে আলিয়াকে উজ্জ্বল দেখাচ্ছিল। ঠোঁটে মেখেছিলেন হালকা গোলাপি রঙের লিপস্টিক। ওয়েট হেয়ার লুকে চোখ ফেরাতে পারছিলেন না কেউ। রানওয়েতে পা রেখেই হাত নাড়েন, হাসেন ও দর্শকের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন।
আলিয়া অভিনীত ‘জিগরা’ ছবি রয়েছে মুক্তির তালিকায়। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। এ ছাড়া স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’য়ও দেখা যাবে তাকে।







































