
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বহুমাত্রিক লেখক আশরাফ আলী চারু-র প্রবন্ধগ্রন্থ ‘ইতিহাস-ঐতিহ্যে শেরপুর’। গ্রন্থটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশ। প্রচ্ছদ করেছেন আহমেদ নাবিল, আর বর্ণ বিন্যাসে ছিলেন শিশু সাহিত্যিক জহুর মুনিম। ২৩২ পৃষ্ঠার এই বইটির মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা।
গ্রন্থটিতে শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। লেখক জানিয়েছেন, শেরপুর নিয়ে বিভিন্ন গবেষণাগ্রন্থ, পত্রপত্রিকা ও অনলাইন থেকে তথ্য সংগ্রহ করে এবং সরেজমিন ভ্রমণের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেছিলেন, যারই ফলশ্রুতি এই গ্রন্থ।
বইটিতে উঠে এসেছে শেরপুর জেলার ভূ-প্রকৃতি, নদনদী, প্রাচীন ইতিহাস, ইসলাম প্রচারের ইতিহাস, ধর্মীয় প্রতিষ্ঠান, পর্যটন, পেশাজীবী মানুষ, সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষা ব্যবস্থা, হাটবাজার, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, পত্রপত্রিকা ও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব–সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষত, শেরপুরের লোকসংস্কৃতি, কবি-সাহিত্যিক ও প্রকাশিত সাহিত্যকর্ম-এর ওপর বইটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছে।
গ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার পাপড়ি প্রকাশের স্টল (নং ৭১৯), চট্টগ্রাম বইমেলার স্টল (নং ১২৪), খুলনা বইমেলার স্টল (নং ৩৩) এবং দেশের বিভিন্ন অনলাইন বুকশপে।
গ্রন্থপ্রেমীদের জন্য এটি হতে পারে শেরপুরকে জানার এক নির্ভরযোগ্য দলিল।







































