
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ধুনট উপজেলার শুরায়ে নিজামের ইজতেমা ময়দানে হাজারো মুসল্লির অংশগ্রহণে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ শুরু হয়।
জুমার নামাজে ইমামতি করেন সিরিয়ার প্রখ্যাত আলেম ও মেহমান মাওলানা আবু হারেসা আল জাহরা। ইজতেমার মূল ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মুসল্লি মাঠের বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আয়োজকদের তথ্যমতে, প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি এই জুমার নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন মাওলানা আবু হারেসা আল জাহরা। তিনি তার বক্তব্যে বলেন, মুসলমানদের জীবনে ঈমান, আমল ও আখলাকের গুরুত্ব অপরিসীম। দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ত্যাগ করে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নামাজ, দাওয়াত ও দ্বীনি মেহনতের মাধ্যমে ব্যক্তি ও সমাজকে সংশোধনের আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সিরিয়াসহ নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করেন।
নামাজ ও বয়ান শেষে ইজতেমার ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ইজতেমা কমিটির প্রচার বিভাগের মাওলানা রবিউল ইসলাম রবি জানান আগামীকাল শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হবে। মোনাজাতে সকল ধর্ম প্রান মুসল্লিদের কে শরীক হওয়ার আহবান রইলো!





























