
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় (মঙ্গলবার ১৮ নভেম্বর ) ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে চুরির চেষ্টা চালানো হয়।
(বুধবার ১৯ নভেম্বর) সকাল ৯ টায় সময় ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের কর্মকর্তা এবং কর্মচারীগণ ইউনিয়ন পরিষদে গিয়ে দেখতে পান কে বা কারা রাতের আঁধারে মই দিয়ে ইউনিয়ন পরিষদের দোতালায় উঠে ইয়াবা সেবন ও নিচে আগুন জ্বালানোর আলামত দেখে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান (ইউএনও) কে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান ঘটনাস্থলে এসে প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তার কে বলেন।
আপনার ইউনিয়নের গ্রাম পুলিশ সঠিকভাবে ডিউটি পালন করে না তারা যদি সঠিকভাবে ডিউটি পালন করত তাহলে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই সংঘটিত হতোনা।
এই বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন এই বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে আমাকে কোন কিছু জানায়নি, তবুও আমি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























