
রহমত ইসলাম, নীলফামারী:নীলফামারীর সৈয়দপুরে পীর পুকুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে তৃনমূল পর্যায়ে মান সম্মত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার খাতামুধুপুর ইউনিয়নের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় পাঁচ শতাধিক রোগীদের বিনামূল্যে ইএনটি ভিডিও এন্ডোস্কোপ মেশিনের মাধ্যমে নাক কান গলা কম্পিউটারের মাধ্যমে দেখানো, নাকের পলিপাস,পায়ের কানি, যে কোনো মাসকাটা ও লাইপোমার,ব্লাড গ্রুপিং এন্ড আর এইচ টাইপিং পরীক্ষা, ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা, ব্লাড প্রেসার মাপার,পালস , অক্সিজেন স্যাচূরেশন, টেমপেরাচার পরিমাপ, বি এম আই, পলিপাস,এ ছাড়াও সব ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা প্রদানে যে বিশেষ মেডিকেল টিম উপস্থিত ছিলেন মোঃ রিপন ইসলাম -ডি এম এফ (ঢাকা) ও এম সি এইচ (ঢাকা), মোঃ হারুন আর রশিদ- বি এন এম সি (ঢাকা) ও সিপি (RCPI) নাক, কান ও গলা রোগে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত, মোঃ সোহাগ ইসলাম -বি এন এম সি (ঢাকা) ও সিপি (RCPI), মোঃ মাসুদ রানা -বি এন এম সি (ঢাকা) ও সিপি (RCPI),মোঃ মোবাশ্বের খান -বি এন এম সি (ঢাকা)ও সিপি (RCPI),মোঃ শাহরিয়ার শাহিন -এম সি এইচ (বগুড়া) ও ডি এম এ (বগুড়া) এবং সিপি (RCPI) অধ্যয়নরত(রংপুর), মোঃ রিয়াদ হোসাইন সুজন- এম সি এইচ (ঢাকা) ও অধ্যয়নরত (MS MATS),মোঃ আল আমিন ইসলাম -অধ্যয়নরত (MS MATS), মোঃ সাকিবুজ্জামান সৈকত অধ্যয়নরত (RCPI),সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় মোঃ গোলাম রব্বানী (রতন)- বি এন এম সি (ঢাকা) ও সিপি (RCPI) এফ টি - ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল সৈয়দপুর, নীলফামারী।





























