
'অ্যানিম্যাল' ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে রাতারাতি আলোচনায় এসেছেন তৃপ্তি দিমরি। ছবিটি মুক্তির পর জাতীয় 'ক্রাশ'-এ পরিণত হন এই অভিনেত্রী। একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে এই অভিনেত্রীর কাছে। শিগগিরই মুক্তি পাবে তার 'ব্যাড নিউজ' ছবিটি।
এর পরই কার্তিক আরিয়ানের সঙ্গে 'ভুল ভুলাইয়া ৩' ছবিতে দেখা যাবে তৃপ্তিকে। তবে এই ছবি দুটিতে পারিশ্রমিক নিয়েছেন দ্বিগুণ। 'অ্যানিম্যাল' ছবির সাফল্যে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তৃপ্তি!
বলিপাড়ায় গুঞ্জন, 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয় করে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তৃ প্তি। তার ঠিক পরেই দ্বিগুণ পারিশ্রমিকে 'ভুল ভুলাইয়া ৩' ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন তিনি।
শোনা যাচ্ছে, এই মুহূর্তে ছবিপ্রতি প্রায় ১ কোটি টাকা নিচ্ছেন তৃপ্তি। বলিপাড়া সূত্রে খবর,
ইনস্টাগ্রামে কোনো নামি সংস্থার প্রচার করতে পোস্টপ্রতি ৬০ থেকে ৯০ লাখ টাকা পারিশ্রমিক আদায় করেন অভিনেত্রী। বর্তমানে ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রীর অনুসারী ৫১ লাখের গণ্ডি পার করে ফেলেছে। সব মিলিয়ে তৃপ্তির ক্যারিয়ার তুঙ্গে।
গত মাসে মুম্বাইয়ের বিলাসবহুল এলাকায় একটি বাংলো কিনেছেন তৃপ্তি। খরচ হয়েছে ১৪ কোটি টাকা। রণবীরের বাড়ির কাছাকাছিই নাকি বাংলো কিনেছেন তৃপ্তি। এ নিয়েও বলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।







































