
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
এদিকে জবাব দাখিলের পর আজ রবিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ দলটির নেতাকর্মীরা।
২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব চাওয়া হলে, রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত জবাব দাখিল করেছেন প্রার্থীর পক্ষে নির্বাচনী এজেন্ট মুহম্মদ নওফল আরশাদ জমির।
পরে তিনি অভিযোগের দায় থেকে অব্যাহতির জন্য রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে ভুল বুঝাবুঝিগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।
এসময় লিখিত বক্তব্যে বিএনপির প্রার্থীর এজেন্ট- ১১ দলীয় জোটের প্রার্থীর নানা আচরণ বিধি লঙ্ঘনের বিষয় উল্লেখ করে, প্রশাসনের পক্ষপাতিত্বের কথা উল্লেখ করেন। একই সাথে নোটিশে উল্লেখিত অভিযোগ ভুল বুজাবুঝি ও অসম্পূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।





























