
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সামারি ট্রায়াল কার্যক্রম শুরু করেছে পঞ্চগড়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়ান ম্যাজিস্ট্রেট আমলী (সদর) আদালত।আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ শে জানুয়ারি) প্রথম দিনের কার্যক্রমে মাদকের ক্রয় বিক্রয় ঘটনায় পঞ্চগড় সদর থানায় অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে দায়ের করা ২ টি মামলার অভিযোগের ধারা ও সংশ্লিষ্ট আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১)সারণির ক্রমিক নং-২১ অনুযায়ী তাৎক্ষণিক সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়।সামারি ট্রায়াল শেষে আদালত দুটি মামলার তিনজন আসামিকে ৩ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনথ্যায় আরও ৩৫ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এই সামারি ট্রায়াল আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদরে জনাব মোঃ ইব্রাহিম আলীপঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড় সদর থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত বিচার নিশ্চিত করতেই মাদক, চুরি ও ছিনতাইসহ জনগুরুত্বপূর্ণ মামলাগুলোতে নিয়মিত সামারি ট্রায়াল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।




























