
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়।আজ রোজ মঙ্গলবার(৪ নভেম্বর) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে সীমান্তে এখন দেশের সর্বোচ্চ উচ্চতার পতাকা আকাশে উড়ছে।
বাংলাদেশের জাতীয় পতাকা ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণের মাধ্যমে দেশের উত্তরবঙ্গের সীমান্তে পতাকাকে নতুন উচ্চতায় তুলে ধরা হয়েছে।
আজ বিকেল ৩টায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসন আয়োজনে এই ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ বিজিবি’র অধিনায়ক মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রনজু, জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান বিপ্লব, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতের প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়, তবে বাংলাদেশের অভ্যন্তরে তেমন কোনো উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড ছিল না। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সীমান্তে আরও উঁচু ফ্ল্যাগস্ট্যান্ডে জাতীয় পতাকা ওড়ানোর দাবি জানিয়ে আসছিলেন পঞ্চগড়বাসী।
পঞ্চগড় জেলা প্রশাসক- সাবেত আলী গত (১৯ এপ্রিল) এ ফ্ল্যাগস্ট্যান্ডের নির্মাণ কাজের উদ্বোধন করেন, এবং কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হয়। আজ তারই সফল পরিসমাপ্তি হিসেবে বাংলাবান্ধার আকাশে উড়ছে বাংলাদেশের ১১৭ ফুট উচ্চতার জাতীয় পতাকা, যা এখন দেশের সর্বোচ্চ।
স্থানীয়রা জানান, পর্যটননির্ভর তেঁতুলিয়ায় উপজেলার বাংলাবান্দা শেষ সীমান্তে এই ফ্ল্যাগস্ট্যান্ডটি এখন নতুন আকর্ষণ হয়ে উঠবে। জাতীয় পতাকার পটভূমিতে ছবি তুলতে এবং এই অনন্য স্থাপনা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করবে বলে আশা করা হচ্ছে।




























