
ইসমাইল হোসেন পোরশা, নওগাঁ
নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ অনুষ্ঠান নোচনাহার বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের মনোনীত এমপি পদ প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা নির্বাচন কমিটির আহবায়ক আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী ও সদস্য সচিব সাদেকুল ইসলাম ও স্থানীয় নেতাকর্মীসহ অসংখ্য সমর্থক। জনসমাবেশে বক্তারা আসন্ন সাধারণ নির্বাচনে “ধানের শীষ” প্রতীককে বিজয়ী করার জন্য ভোট ও দোয়া চান।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত করতে ও জাতীয় পর্যায়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এখন সময় ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেওয়া। চারিদিকে শোনা যাচ্ছে ধানের শীষের জয। বিএনপি এবার ক্ষমতায় যাবে।




























