
পোরশা (নওগাঁ), প্রতিনিধি:
ভারতীয় আধিপত্যবাদবিরোধী বীর শহীদ শরিফ ওসমান হাদী-এর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সকল আধিপত্যবাদ বন্ধের দাবিতে নওগাঁর পোরশা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা নিতপুর কপালী মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি আয়োজন করে পোরশা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর রক্তের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন চলবে।
আলোচনা সভায়,ইসলামি আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা সভাপতি মোঃ হুজ্জাতুল্লাহ শেখ এবং এনসিপি পোরশা উপজেলা সভাপতি মোঃ গোলাম মোস্তফা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ ইয়াদুল হক, মোঃ নুর নবী, ইসলামি আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।





























