
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ
পোরশা উপজেলার ২ ইউনিয়ন থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত মহিলা সহ সাত আসামী গ্রেপ্তার করেন পোরশা থানা পুলিশ।
গতকাল দিবাগত রাত্রে দুটি গ্রামে অভিযান পরিচালনা করেন পোরশা থানা পুলিশ। অভিযানে বিভিন্ন মামলার এক মহিলা সহ সাত জন আসামী গ্রেপ্তার করেন তারা।
আসামিগণ নিতপুর ইউনিয়নের চক বিষ্ণুপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে মোঃ এমদাদুল হক ও মোঃ আহসান হাবীব ও তার স্ত্রী মোছাঃ ওয়াজেফা খাতুন ও জোহাক আলীর ছেলে মোঃ আব্দুল হাই ।
এবং তেতুলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত কাবের মোল্লার ছেলে মো: লতিফুর রহমান, মোঃ হাবিবুর রহমান ও মোঃ সইবর রহমান।
পোরশা থানা অফিসার ইন চার্জ জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন এবং বলেন তাদের আজ সকালে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।





























