
পোরশা নওগাঁ
নওগাঁর পোরসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৭ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা কাতিপুর ও কালিনগর উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় পোরশা মডেল প্রেসক্লাবের সেক্রেটারি সংবাদিক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ তৌফিকুর রহমান চৌধুরী৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সাবেক বিএনপির সংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ডিএম রাশেদ, সাংবাদিক ইউসুফ আলী, সাংবাদিক তামজীদ হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা উপজেলা প্রতিনিধি নাঈম উদ্দিন, চা দোকানদার মোস্তফা কামাল, স্বর্ণকার মাসুদ রানা, চাউল দোকানদার সানাউল্লাহ শাহ্, দোকানদার মোঃ জাকারিয়া হোসেন, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী সহ আরও অনেকে।
প্রধান অতিথি বলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকাটির ২৭ বছর পূর্তিতে শুভকামনা ও উত্তরোত্তর সাফল্য কামনা করি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন।





























