
ইসমাইল হোসেন, পোরশা, নওগাঁ
গতকাল ১২ ডিসেম্বর ২০২৫ বিকাল পাঁচটা সারাইগাছি স্কুল মাঠে নওগাঁ পোরশায় উপজেলা শাখার আয়োজনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পোরশা উপজেলা কমিটি গঠন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
এন সি পি পোরশা উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির আহবায়ক মোঃ বাচ্চূ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখা আহবায়ক মাহফুজুর রহমান চৌধুরী (রুবেল), বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক দেওয়ান মাহবুব আল- হাসান (সোহাগ) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা। সভায় বক্তারা বলেন,৭১ পরবর্তী আমরা অনেক নেতা দেখেছি তারা ভোটের সময় মাথায় হাত বুলিয়ে টাকা দিয়ে ভোট নিয়ে যায় পাঁচ বছর তাদের আর কোন দেখা পাওয়া যায় না। জনগণ পায়না অফিসে গিয়ে সুবিধা ন্যায্য অধিকার টাকার বিনিয়োগে তাদের ন্যায্য অধিকার আদায় করতে হয়। আরেক বক্তা বলেন আমার দাদার কাছে শুনেছি এদেশের শতকরা ৮০ জন কৃষক বাবার কাছে শুনেছি শতকরা ৮০ জন কৃষক। আপনারা কি কখনো শুনেছেন যে কোন কৃষক ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনেছে। কেন চিনতে পারেনা তাহলে কি আমরা কৃষকই থেকে যাব। যেসব তরুণেরা জীবনে বিনিময়ে ২৪ সালে ফ্যাসিবাদ সরকারকে পরাহত করে স্বাধীনতা অর্জন করেছে। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে তোমাদেরকে ডিসি হতে হবে এসপি হতে হবে। তোমরা এস এন সিপিতে যোগদান করো সবাই মিলে একটি সুন্দর বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দেশ করব।




































