
ইসমাইল হোসেন,পোরশা নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলায় মাদক সেবনের অভিযোগে ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ শে জানুয়ারি শুক্রবার দিবাগত রাত্রি ১১.৩০টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোছাঃ নাবিলা ফেরদাউস।এ সময় মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ১ মোঃ ফিরোজ ৪০, পিতা মোঃ সেকেন্দার, গ্রাম মেধা, ২ মোহাম্মদ আব্দুল মান্নান ৪২, পিতা তাইফ আলী, গ্রাম কলাপাড়াশিশা,৩ মোঃ রশিদুল ৪৫ ,পিতা রামেস উদ্দিন, গ্রাম খরপা দক্ষিণপাড়া, সর্ব থানা পোরশা,৪ মোহাম্মদ শাকিল, পিতা আশরাফ, গ্রাম তিলনা চক,৫ মোহাম্মদ দুলাল, পিতা আব্দুল জব্বার ,গ্রাম গোট পাড়া, উভয় থানা সাপাহার ৬ মোহাম্মদ সাদ্দাম পিতা লতিফ হোসেন গ্রাম মধুইল থানা পত্নীতলা। এদেরবিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























