
পোরশা নওগাঁ
পোরশার সড়কে ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের সাথে প্রশাসনের জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাহেবের অনুমতিক্রমে এক জন বলেন, আমরা বেজোড়া মোড়ে ও আশেপাশের গ্রামে বাস করি। ডাকাতের ভয়ে আমরা ঘুমাতে পারি না। রাজশাহী শহরে চিকিৎসা যাই বা কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনা করে সন্ধ্যার পরে আসতে চাইলে ভয়ে আসতে পারে না। অত্র এলাকায় বিভিন্ন হাট বাজার গড়ে উঠেছে সেখানে ব্যবসায়ীরা আসা-যাওয়া করতে পারে না। এটি একটি আঞ্চলিক মহাসড়ক কয়েক বছর আগে রাতে পন্যবাহি গাড়িগুলো চলাচল করতো, সড়ক ডাকাতের ভয়ে গাড়িগুলো চলে না। দোকান ঘরে টাকা ও মূল্যবান জিনিস রেখে বাড়িতে যেতে পারি না।
আরও একজন বলেন,রাতে বাড়ি থেকে বের হতে ভয় লাগে।
এক সাংবাদিক বলেন, রাস্তার দুপাশের কিছু কেটে নিলে চোর পালানোর সুযোগ পেত না।
সমাধান মূলক বক্তব্যে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন,সারাইগাছি মোড় থেকে বড়দাদ পুর পর্যন্ত ৩টি মোড় এখানে সাংবাদিক, বণিক সমিতির সদস্য ও গ্রামবাসী নিয়ে তিনটি কমিটি গঠন কররেন। তাদের কাছে নিরাপত্তা বিভাগের সকল যোগাযোগ নাম্বার থাকবে।
যৌথ ভাবে এই রাস্তায় নিরাপত্তা আনতে প্রশাসন আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আইনগত সার্বিক সহযোগিতায় আমার থাকবে।
বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী বলেন, বেজোড়া মোড়ে এহেন পরিস্থিতিতে আপনাদের উপস্থিতি আমাদের সান্ত্বনা দিয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শাহাব উদ্দিন, পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বেজোড়া মোড়ের দোকানদার পোরশা মডেল প্রেসক্লাবের সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ ।





























