
সাইয়্যেদ শান্ত- পঞ্চগড় প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে পৌর ছাত্রদলের দোয়া মাহফিল,শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
আজ জামিয়া বাইতুল জান্নাত দারুস সালাম হাফেজিয়া মাদরাসা পুরাতন ক্যাম্পে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।।
শনিবার (২১ নভেম্বর) পৌর ছাএদলের সদস্য সচিব শামিম ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ও তত্ত্বাবধানে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
শামিম ইসলাম বলেন, তারেক রহমানের ৬১তম জম্মদিনকে স্মরণীয় করে রাখতে বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্দেশনায় আজ আমরা মাদ্রাসায় বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ ও মিলাদ মাহফিল আয়োজন করি।
শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলিম নামে এক শিশু। সে জানায়, তাদের অনেকে বাবা-মা ছাড়া বড় হচ্ছে। এ মাদ্রাসাটি তাদের শেখার সুযোগ দিয়েছে। তারা মানুষের মতো মানুষ হতে চায়, ভালো জীবন গড়তে চায়।
সোহাগ নামে আরেক শিশু জানায়, খাতা,কলম পেয়ে খুব ভালো লাগছে। এখন থেকে সে নিয়মিত পড়বে।”
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম সাজ্জাদ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়কবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতা কর্মীরা।





























