
প্রেমিক শরণার্থী
মো. সেলিম হাসান দুর্জয়
আমার বিশ্বাসের রাজপথ
দখল হয়ে গেছে অবিশ্বাসের টোকাইনামায়
ভালোবাসার শুভ্র ময়দান
সাম্প্রদায়িক বিষবাষ্পে আচ্ছাদিত মৃত্যুপুরী।
ঝাঁঝালো স্লোগানে কম্পিত
শর্তহীন অলিখিত চুক্তি,
জনমত যখন তুঙ্গে - উপযোগবাদে
ছেড়ে দিয়েছি প্রধানমন্ত্রী হওয়ার সুবর্ণসুযোগ।
দাবি ছিল-রাঙামাটির পাহাড়চূড়ায় গড়বো
ভালোবাসার হেড অফিস।
লাল পাসপোর্টের গায়ে লিখে দিয়েছিলাম -
আমার সকল বিদ্রোহী আয়োজন ভন্ডুল
বাতিল করা হলো সকল মামলামোকদ্দমা
নিবেদনে তার প্রণয় তরণতলে।
সে রাখেনি আবেদন নিবেদন
করাততলে ভাঙ্গিয়ে সকল অনুভূতি বিশ্বাস
জমাট বাধা বরফখণ্ডে -
এক নোটিশে বলাৎকার - ভাসিয়ে সকল দায়
ডাক উঠে নিলাম বানে-
আমার দেবী উৎসর্গ নিদারুণ বিসর্জনে
সমগ্র তৃপ্তি প্রাপ্তি কেবল- সন্তানদানে।
আমি আজ দেশান্তরি এক প্রেমিক শরণার্থী।







































