
কোচ হিসেবে জাবি আলোনসোর পথচলা খুব দীর্ঘ নয়। তবে চলতি মৌসুমে বায়ার লেভারকুসেনের ডাগআউটে রুপকথার গল্পই লিখে চলেছেন এই স্প্যানিয়ার্ড। দলটিকে স্বপ্ন দেখাচ্ছেন এমন কিছুর, যার স্বাদ তারা আগে পায়নি। আর জার্মান ক্লাবটি ফুটবলটাও খেলছে চোখধাঁধানো। এসব মুগ্ধ করছে জার্গেন ক্লপকে। আলোনসোর মাঝে লিভারপুল কোচ দেখছেন কিংবদন্তি হওয়ার সব যোগ্যতাই।
এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১টি ম্যাচ খেলে এখনও হারের মুখ দেখেনি লেভারকুসেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র অপরাজিত দলও তারা। নিজেদের শেষ ম্যাচে শিরোপাধারী বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। তাতে পয়েন্ট টেবিলে লিড ৫ পয়েন্টের।
যেভাবে ছুটছে আলোনসোর দল, তাতে লেভারকুসেনের ক্লাবের ইতিহাসে প্রথম বুন্দেসলিগার শিরোপা জেতাও খুব সম্ভব বলেই মনে হচ্ছে। কোচ হিসেবে তার এই দুর্দান্ত এই পথচলা ভীষণ মনে ধরেছে ক্লপের।
আলোনসোকে নিয়ে ক্লপ বলেন, ‘জাবি অসাধারণ কাজ করছে। আপনি যদি কোচদের ডাইনোসর বলতে চান- আনচেলত্তি, মরিনিয়ো, গার্দিওলা, বা হয়তো আমিও, আমরা কিন্তু পরের ২০ বছর ধরে কাজটা চালিয়ে যাব না। আচ্ছা, হয়তো মরিনিয়ো চালিয়ে যাবেন, কিন্তু বাকিরা আরও ২০ বছর ধরে থাকবে না। পরের প্রজন্ম এর মধ্যেই চলে এসেছে এবং আমি বলব তাদের মধ্যে জাবি সেখানে স্ট্যান্ডআউট।’
ফুটবলার হিসেবে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মত খেলা আলোনসো অবসরের পর কোচিং শুরু করেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের দায়িত্ব নিয়ে। এরপর ২০২২ সালের শেষভাগে কোচ হন লেভারকুসেনের।







































