
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হাসেম মিয়া নামে এক বৃদ্ধের টিনশেড বসতঘর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রায়চাঁদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ আব্দুল হাসেমের ছেলে মো. মিজান বলেন, গত এক সপ্তাহ আগে আমার মা-বাবা ঢাকায় বেড়াতে গিয়েছেন। যার জন্য ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রতিবেশী হঠাৎ ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও আসেন।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের কাপড়-চোপড়, আসবাবপত্র, চাল-ডালসহ নগদ দুই লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ সময় পাশে থাকা আমার ভাই জিয়াউর রহমানের আধাপাকা টিনশেড ঘরটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তারও প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দর জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ওই পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে জেলা থেকে বরাদ্দ এলে তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।





























