
নিজস্ব প্রতিবেদক: মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সরকারি মোবাইল ফোন নম্বর হ্যাক করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে একটি প্রতারকচক্র।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, উপজেলা নির্বাহী অফিসার, মধুপুর স্যারের মোবাইল নাম্বার হ্যাক করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নানারকম সুবিধা দেয়ার কথা বলে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে। দয়া করে এরকম ফাঁদে কেউ জড়াবেন না। কারও সাথে এরকম হলে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করছি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন,“এটি অত্যন্ত উদ্বেগজনক। সরকারি মোবাইল নম্বর হ্যাক করে কোনো ব্যক্তি টাকা দাবি করলে সেটি সম্পূর্ণ প্রতারণা। সরকারি সেবা দিতে প্রশাসনের কেউই কখনো কোনো ব্যক্তির কাছে টাকা চায় না। কেউ যদি এ ধরনের ফোনকল বা বার্তা পান, সঙ্গে সঙ্গে বিষয়টি আমাকে অথবা থানায় জানান।”
তিনি আরও বলেন,“প্রতারক চক্রকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”





























