
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি জোয়ানেরা।
শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ভোররাতে ধামইরহাট উপজেলার চকিলাম ও কালুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চকশবুল এলাকার একটি সরিষা ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, উস্তমবাদ এলাকায় অভিযান পরিচালনা করে একটি পাকা রাস্তা থেকে ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করা হয়। তবে দুটি অভিযানের কোনোটিতেই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





























