
মাসুদ রানা, পত্নীতলা নওগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো.সামসুজ্জোহা খান নজিপুর পৌর এলাকার আলেম ওলামা, শিক্ষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার বেলা ১২ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির প্রার্থী মো.সামসুজ্জোহা খান।
বক্তব্য রাখেন নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পত্নীতলা থানা মসজিদের ইমাম আনোয়ার হোসেন, নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী, শিক্ষক খালিদ হাসান প্রমুখ।
বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান বলেন, জমায়াতে ইসলামী বাতিল শক্তি। এরা আলেম ওলামা ও ইসলামের পক্ষে না। এরা আমাদের ঘাড়ে বন্দুক ফুটায়ে ক্ষমতায় যেতে চায়। এদের রুখতে হবে। এদের রুখতে একমাত্র ওষুধ আলেম ওলামা। এ সময় তিনি জামায়াতে ইসলামিকে রুখতে সকলের সহযোগিতা কামনা করেন।





























