
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়ার অভিযানে পাঁচ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া “ক” সার্কেলের একটি দল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গোকুল এলাকায় ইয়াবার বড় চালানটি উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, বগুড়া সদর থানাধীন গোকুল এলাকার মন্ডল স্টোর নামীয় মুদির দোকানের সামনে ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বর একটি দল অবস্থান করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রংপুরগামী নাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে গতিরোধ করে ডিএনসির চৌকস দল।
পরবর্তীতে বাসটির ভিতরে থাকা মাদক কারবারির দেহ তল্লাশি করে প্যান্টের মোবাইল পকেট থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুর জেলার পাবর্তীপুর থানাধীন নিউ কলোনী এলাকার মৃত লতিফুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী যেকোনো তথ্য পেলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। ইয়াবার মতো ভয়াবহ মাদক কোনভাবেই সমাজে ছড়িয়ে পড়তে দেওয়া হবে না। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতেই আমাদের এই কঠোর অবস্থান। বড় বা ছোট—যে-ই হোক, মাদক কারবারিদের কোনো ছাড় নেই।”
গ্রেফতারকৃত মাদক কারবারি সিদ্দিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিএনসি।





























