
রমেশ চন্দ্র সরকার রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রবিবার (৯ জুন) রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সূবর্না।সভার শুরুতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন। উক্ত আইনশৃঙ্খলা সভায় আসন্ন ঈদে উপজেলার সার্বিকভাবে আইনশৃঙ্খলা কিভাবে শান্তিপূর্ণ রাখা যায় সে বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধিগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও রাজারহাট বাজারের যানজট নিরসনে অস্থায়ী অটো স্টান্ড নির্মাণ, জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা এবং পন্যবাহী মালামাল লোড আনলোড দিনের বেলায় না করে রাতে লোড আনলোড করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজারহাট উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলার বিভিন্ন হাট বাজারে ইজারাদারদের কে অতিরিক্ত খাজনা নিতে নিষেধ করেন।সমাপনীর ভাষণে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম সমগ্র উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগীতা কামনা করেন এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মটরসাইকেল চালক ও আরোহীদের জন্য হেলমেট ব্যবহার নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।



































