
উৎসবমুখর পরিবেশ ও উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী ম্যাচেই খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স পুরো টুর্নামেন্টে উত্তাপ ছড়িয়ে দেয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টেলিভিশন ক্যাপিটালস ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে টেলিভিশন ক্যাপিটালস নির্ধারিত ১০ ওভারে ১২৩ রান সংগ্রহ করে। ১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাসস ৯৫ রানেই থমকে যায়। ফলে ২৮ রানের জয় নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে টেলিভিশন ক্যাপিটালস।
এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজকে আরও সম্পৃক্ত ও উদ্দীপিত করবে।
আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী এবং ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল।
অতিথি হিসেবে উপস্থিত ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল একাধারে রাজশাহী মহানগর যুবদলের সদস্য, রাজশাহী মহানগর আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য সচিব এবং ডিইএবি (DEAB) কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনসহ নগরীর জ্যেষ্ঠ সাংবাদিকরা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের আটটি দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে। প্রথম দিনের খেলা শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল— টেলিভিশন ক্যাপিটালস, বেতার ওয়ারিয়র্স, ফটোগ্রাফি স্ট্রাইকারস ও ডিজিটাল লায়ন।
রোববার (১৮ জানুয়ারি) সকালে প্রথম সেমিফাইনালে টেলিভিশন ক্যাপিটালস ও ফটোগ্রাফি স্ট্রাইকারস এবং দ্বিতীয় সেমিফাইনালে বেতার ওয়ারিয়র্স ও ডিজিটাল লায়ন মুখোমুখি হবে। বিকেলে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’-এর।





























