
শাহে ইমরান, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরে রামগঞ্জে লামচর ইউপিতে বেড়ীর বাজার পাবলিক স্কুলে পুরস্কার বিতরণ ও বই উৎসব এবং সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি আতিকুর রহমান মাসুদ আনন্দঘন এই আয়োজনের শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়।
বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ আর হাতে পাওয়া মেধা পুরস্কার শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম উদ্দীপনা সৃষ্টি করেছে।
প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরবি শিক্ষক হাফেজ মিনহাজ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানপাড়া কলেজ এর শিক্ষক আবু সুফিয়ান, সিরাজ উল্লাহ, রবিউল ইসলাম রাজু,হাসান প্রমুখ





























