
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রামপাল, বাগেরহাটের আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে রবি মৌসুমে মোট ৪৩০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে—গম: ১০ জনসরিষা: ১০০ জনসূর্যমুখী (হাইব্রিড/ওপি): ৬০ জনমুগ: ২০০ জনখেসারী: ৬০ জন
প্রত্যেক কৃষককে ফসলভিত্তিক পরিমাণে বীজ ও সার প্রদান করা হয়ঃগম: বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজিসরিষা: বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজিসূর্যমুখী: বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজিখেসারী: বীজ ৮ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজিমুগ: বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি
উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম বলেন, “সরকার কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সহায়তা কৃষকদের রবি মৌসুমে ফসল চাষে উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।





























