
হুজাইফা হিজল, রায়গঞ্জ:
রায়গঞ্জ উপজেলা শাখার গণ অধিকার পরিষদের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল। তার উপস্থিতিতে রায়গঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মনিরুল ইসলাম লাভুকে আহ্বায়ক এবং খায়রুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দুইজনের নাম ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে নতুন আহ্বায়ক কমিটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন কমিটির প্রতি আস্থা রেখে বলেন, রায়গঞ্জ উপজেলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কমিটির নেতৃবৃন্দও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।





























