
বিনোদন প্রতিবেদক: এ সময়ের অভিনয়শিল্পী রিপন খান ও সোনিয়া জাহান স্বপ্ন প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ‘গুন্ডা বউ, গুন্ডা জামাই’ নামের একটি নাটকে। তরিকুল ইসলাম তারিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কে এ নিলয়।অপরাধ জগতের মেয়ে স্বপ্নকে ভালোবেসে ফেলে আরেক গ্যাংস্টার রিপন। ভালোবাসা দিয়ে সে জয় করবে মেয়েটির মন। দুই অপরাধ জগতের ছেলে-মেয়ে কীভাবে স্বাভাবিক জীবনে আসার গল্প দেখা যাবে এই নাটকে। এতে রাজ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিপন খান এবং মিম চরিত্রে রয়েছেন তরুণ অভিনয়শিল্পী সোনিয়া জাহান স্বপ্ন।নতুন নাটক নিয়ে রিপন খান বলেন, ‘সময়ের পরিক্রমায় নাটক দেখার মাধ্যম ও গল্প বলার ধরন পরিবর্তন হয়েছে। এখন দর্শকরা ভিন্নতা চায়। তাদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা চেষ্টা করেছি ভালো একটি কাজ উপহার দেওয়ার। গল্পে বার্তা আছে। দর্শকরা নাটকটি উপভোগ করবে বলে আমরা আশাবাদী।’নাটকটিতে আরও অভিনয় করেছেন নূর এ কাঞ্চন, শামসুল আলম, সাগর, সাইমন তারেক, তরিকুল ইসলাম তারিক, জয়িতা রহমান, স্মরণী শাহনাজ, জ্যোতি, মারুফ, রবিউল ইসলাম রবি, বিশাল প্রমুখ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাটকটি ইউটার্ন এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পাবে।







































