
মজমুল হক, গঙ্গাচড়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১- ৯ নং ওয়ার্ড ) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মন্জম আলীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বৈত নাগরিকত্ব থাকায় মন্জুম আলীর প্রার্থীতা বাতিল করা হয়। তবে এ বিষয়ে প্রার্থী আপিল করতে পারবেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব।
এ বিষয়ে মনজুম আলী বলেন সামান্য ত্রুটির কারনে আমার প্রার্থীতা বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছিলেন ছোট খাটো ভূল ত্রুটি তারা এখানেই সমাধান করে দিবে। তারা কিন্তু সেটা করল না। তিনি আরও বলেন আমি প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করব, ইনশাআল্লাহ আমার প্রার্থীতা ফিরে পাবো।
প্রার্থিতা বাতিলের খবরে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে মনোনয়ন পত্র জমা দানকারী বাকি ৮ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ হিসেবে গণ্য করা হয়েছে। তারা হলেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব, ইসলামি আন্দোলনের এটি এম গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক (মার্কসবাদী) দলের আহসানুল আরেফিন, ইসলামি ফ্রন্টের আনাস, বাংলাদেশ খেলাফত মজলিসের মো মমিনুল ইসলাম ।





























