
মজমুল হক গঙ্গাড়া প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মোকাররম হোসেন সুজনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মোকাররম হোসেন সুজন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অনুষ্ঠিত সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। দলীয় সিদ্দান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচন করায় বিএনপির সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার ছিলেন তিনি। এরপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেম প্রতাহার করা হয। এরপর থেকে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বলছেন, সুজন একজন জনপ্রিয় ও মাঠের রাজনীতির মানুষ, তার মনোনয়নে গঙ্গাচড়ায় বিএনপির জনপ্রিয়তা আরও বেগবান হবে। এবং এমপি হিসেবে জয়লাভ করবেন।




























