
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়া জেলার বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর সার্বিক কার্যক্রম, সেবার মান ও নিয়মনীতি অনুসরণের বিষয়টি সরেজমিনে দেখতে পরিদর্শনে আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালক (নিরোধ শিক্ষা) মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি জেলার নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসা–পুনর্বাসন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালীন সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কেন্দ্রের ভর্তি প্রক্রিয়া, চিকিৎসা পদ্ধতি, কাউন্সেলিং, রুম ব্যবস্থাপনা, খাদ্য পরিবেশন, নিরাপত্তা ও মানবিক সেবা নিয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর সম্মানিত পরিচালক (নিরোধ শিক্ষা) মাজহারুল ইসলাম বলেন,“মাদক নিরাময় কেন্দ্রগুলো দেশের মাদকবিরোধী কার্যক্রমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এসব প্রতিষ্ঠানের লক্ষ্য শুধুমাত্র চিকিৎসা নয়, বরং রোগীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা ও তাদের স্বাভাবিক জীবনে পুনর্বাসন করা। তাই সেবার মান ও মানবিক আচরণ নিশ্চিত করতেই হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জনাব জিললুর রহমান নিরাময় কেন্দ্রগুলোর কার্যক্রম আরও গতিশীল ও নীতিমালা অনুযায়ী পরিচালনার উপর জোর দেন।
তিনি বলেন,“বগুড়ায় মাদকবিরোধী কার্যক্রমকে আমরা আরও শক্তিশালী করছি। নিরাময় কেন্দ্রগুলোতে রোগীদের প্রতি যত্ন, সম্মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।”
পরিদর্শন শেষে পরিচালক মাজহারুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানোন্নয়ন, নিয়মিত পর্যবেক্ষণ, প্রশিক্ষিত কর্মী বৃদ্ধি এবং বিধি অনুযায়ী পরিচালনার নির্দেশ প্রদান করেন।





























