
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে গুই রাকিবকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাঁর বিরুদ্ধে অস্ত্র, খুন ও ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
মঙ্গলবার ভোর চারটার দিকে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, আট রাউন্ড গুলি ও নয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ১৮ অক্টোবর তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় লোকমান হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করা হয়। তিনি সেখানে একটি খাবারের হোটেল চালান। কয়েকদিন আগে গুই রাকিব ও তাঁর সহযোগীরা লোকমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। হুমকির মুখে তিনি এক লাখ টাকা দেন।
শনিবার দুপুরে বাকি চার লাখ টাকার জন্য রাকিব মোটরসাইকেলযোগে সহযোগীদের নিয়ে এলাকায় আসে। লোকমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি তাঁর ডান পায়ে লাগে। স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ঘটনাটির তদন্তে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এক পর্যায়ে ১৮ নভেম্বর ভোর চারটার দিকে রূপগঞ্জের মাছিমপুর এলাকায় রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে একটি একনলা বন্দুক, আট রাউন্ড গুলি ও নয় রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





























