
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের উদ্যোগে মুড়াপাড়া মঠের ঘাট মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারিক, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, রূপগঞ্জ থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুকুল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, জিয়া পরিষদের সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক আনোয়ার মীর, ফারুক হোসেন, রমজান আলী, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল নেতা আকিব হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান পাপ্পু, রোমান মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





























