
মামুন শেখ রূপসা
খুলনার পূর্ব রূপসা ঘাটে অতিরিক্ত যাত্রীবাহী ট্রলার পল্টুনের সঙ্গে ধাক্কায় দুইজন নিখোঁজ হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে রোববার (৯ নভেম্বর) রাত ১১টার সময়। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানা যায়, কিন্তু দু’জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে একজন হলেন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা এবং সন্ধানী ক্লিনিকের অ্যাডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু (৪০)। অন্য নিখোঁজ ব্যক্তি একজন নারী, তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পশ্চিম রূপসা ঘাট থেকে ট্রলারটি অতিরিক্ত যাত্রী নিয়ে পূর্ব রূপসা ঘাটের দিকে বেপরোয়া ভাবে এগিয়ে যাচ্ছিল। ঘাটে পৌঁছানোর ঠিক আগে মাঝি ট্রলারের নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে জোরে ধাক্কা দেন। এই ঘটনায় বেশ কিছু যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও দুজন এখনও নিখোঁজ। ঘটনার সাথে সাথে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশ মিলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এছাড়াও জানা যায়, রুপসা ঘাটে ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করেন, দিনের বেলা প্রশাসনের নজরদারিতে থাকলেও সন্ধান নামার সাথে সাথে বেপরোয়া হয়ে ওঠে ট্রলার মাঝিরা। নিয়মের বাইরে অতিরিক্ত মুনাফা লাভের আশায় অতিরিক্ত যাত্রী পারাপার করে থাকেন নিয়মিত।




























