
মনোয়ার শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাড়িয়া শহীদ জিয়া ফুটবল মাঠে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শাজাহানপুরে অনুষ্ঠিত মাড়িয়া শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শেষে মাঠে উপস্থিত হাজারো দর্শকের মাঝে এ প্রচারণা চালানো হয়। এ সময় বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক নেতা মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি বাদশা সরকার, আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আটল, বিএনপি নেতা তমেজ উদ্দিন, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, যুবদল নেতা রহমতুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আতিকুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতারা উপস্থিত দর্শক ও এলাকাবাসীর উদ্দেশে বক্তব্যে বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০৭ আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনকে বিজয়ী করার আহ্বান জানান তাঁরা।





























